গান্ধি পরিবারের কোনও সদস্যই এআইসিসি প্রেসিডেন্ট হচ্ছেন না। সাফ জানিয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দাবি অশোক গেহলটের। আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। এই সভাপতি নির্বাচনে লড়াই করছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। খুব শীঘ্রই নির্বাচনের জন্য তিনি মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন। শুক্রবার কেরলে সাংবাদিকদের সামনে গেহলট বলেন,‘আমি রাহুল গান্ধিকে অনুরোধ করেছিলাম কংগ্রেসের সভাপতি নির্বাচনে সকলের প্রস্তাব মেনে নিতে। রাহুল সেই সময় সময় স্পষ্ট করে জানিয়ে দেন, গান্ধি পরিবারের কোনো সদস্য কংগ্রেসের সভাপতি হবেন না। কংগ্রেসের নির্বাচনে মূল লড়াই অশোক গেহলট ও শশী থারুরের মধ্যে হবে বলেই মনে করা হচ্ছে।
