কিশনগঞ্জ শহরের লাইনপাড়ার শতাব্দীপ্রাচীন বুড়ি কালী মন্দিরে শনিবার পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে মন্দিরের প্রধান পুরোহিত মলয় মুখোপাধ্যায় ও সহকারী শ্রবণ ঝাকে নিয়ে প্রায় একঘণ্টা মন্দিরে পূজার্চনা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্দিরে আসা উপলক্ষ্যে লাইনপাড়ার সব রাস্তাঘাট সিল করে দেয় পুলিশ। অমিত শা পুজো দিয়ে বেলা এগারোটা নাগাদ মন্দির থেকে বের হন। তারপরই রাস্তা খুলে দেওয়া হয়। প্রসঙ্গত, দু’দিনের জন্যে কিশনগঞ্জ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি বিহারে নিজেদের সংগঠন বাড়াতে দলের সর্বোচ্চ স্তরের নেতৃত্বকে এগিয়ে দিয়েছে। এখন দেখার লগ্নির বিপক্ষে কতটা লাভ ঘরে তুলতে পারে তারা।
