নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর মহাকাশে গিয়ে এবার আবর্জনাও ফেলে আসছে মানবজাতি ৷ জানা গিয়েছে, মঙ্গল গ্রহে প্রায় ৭০০০ কেজি আবর্জনার খোঁজ পেয়েছে নাসার বিজ্ঞানীরা ৷ পৃথিবীর আবর্জনার ফলে তো ইতিমধ্যেই একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানবজাতি সহ একাধিক জীবকে ৷ কিন্তু পৃথিবী ছেড়ে মহাকাশেও এবার আবর্জনা ফেলে আসছে মানুষ ৷ ৫০ বছর আগে প্রথমবার সৌরজগতের মঙ্গলগ্রহে নভোযান পাঠায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। আর আগামী ২০৩০ সালে গ্রহটিতে স্বয়ং মানুষ পাঠাবে সংস্থাটি। তবে এরইমধ্যে সেই গ্রহের পরিবেশ নষ্ট করেছে মানুষ। মঙ্গলে পাওয়া আবর্জনার ফলে ইতিমধ্যেই চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা ৷ ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ডিপার্টমেন্টের এক গবেষক ফেলো ক্যাগ্রি কিলিক জানিয়েছেন, মানুষের রোবোটিক অনুসন্ধানের ফলেই আবর্জনার সৃষ্টি হয়েছে এই লাল গ্রহে ৷ ড. কিলিক আরও জানিয়েছেন মূলত তিনটি কারণে আবর্জনার সৃষ্টি হয়েছে এই লাল গ্রহে৷
এই তিনটি কারণ হল বাতিল হার্ডওয়্যার , নিষ্ক্রিয় মহাকাশযান ও বিধ্বস্ত মহাকাশযান ৷ বিভিন্ন কারণে মঙ্গলে মহাকাশ যান পাঠিয়েছে মানুষ ৷ এইসব গবেষণার কারণেই এই বিপূল পরিমান আবর্জনা সৃষ্টি হয়েছে মঙ্গলগ্রহে ৷ আবর্জনার আরও একটি বড় উৎস হল ধ্বংস হওয়া মহাকাশযানের টুকরো ৷ ড. কিলিকের মতে এই বিশাল পরিমান আবর্জনা পরবর্তী মঙ্গল মিশনগুলিতে অত্যন্ত সমস্যার সৃষ্টি করতে পারে ৷
