মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের, শোকপ্রকাশ মুখ্য়মন্ত্রীর

দুর্গাপ্রতিমা বিসর্জন দিতে গিয়ে মাল নদীতে হড়পা বানের জেরে মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল মালবাজারের চা বাগান এলাকার বাসিন্দা। এই ঘটনায় বৃহস্পতিবার গভীর ভাবে শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। এদিন সকালে যে টুইট করেছেন তাতে তিনি লিখেছেন,দুর্গা বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বান আছড়ে পড়ে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই কঠিন পরিস্থিতিতে আমরা তাঁদের পাশে রয়েছি। একইসঙ্গে এদিন তিনি জানিয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয় হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ জন। তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা,ঘটনায় মৃতের পরিবার পিছু ২ লাখ টাকা করে দেওয়া হবে। আহতদের পরিবারকে দেওয়া হবে ৫০ হাজার টাকা। এছাড়া এই ঘটনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দু’টি হেলপলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নাম্বার যথাক্রমে 03561230780 / 9073936815. যে কোনো ধরনের সাহায্যের জন্য এই হেল্পলাইন টোয়েন্টিফোর ইনটু সেভেন চালু থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়,এই কঠিন সময় আমাদের পরস্পর পরস্পরের পাশে থাকা বাঞ্ছনীয়।