শিবসেনার প্রাচীন প্রতীক হাতছাড়া হবে উদ্ধব ঠাকরের?

সংকট আরও তীব্রতর হচ্ছে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের। হাতছাড়া হতে চলেছে বহু প্রাচীন দলীয় প্রতীক। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিরোধী একনাথ শিন্ডে শিবিরের তরফ থেকে শিবসেনার ঐতিহ্যশালী দলীয় প্রতীক ‘তির-ধনুক’-এর মালিকানা দাবি করা হয়েছে। এ নিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরের জবাব চাইল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ৮ অক্টোবর শনিবার বিকেলের মধ্যে উদ্ধব শিবিরকে নিজেদের মতামত জানাতে বলেছে। উদ্ধবকে লেখা চিঠিতে নির্বাচন কমিশন লিখেছে, ৮ অক্টোবর দুপুর ২টোর মধ্যে উপযুক্ত নথি সহ উদ্ধব শিবিরকে নিজেদের মতামত জানাতে বলা হয়েছে, অন্যথায় কমিশনের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য করা হবে।