জঙ্গি ধরতে জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় এনআইএ-র

জম্মু এবং কাশ্মীরে ক্রমাগত বেড়ে চলেছে জঙ্গি কার্যকলাপ। বিভিন্ন সময় একাধিক জঙ্গিও ধরা পড়ছে জম্মু এবং কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে। এর সাথে বাড়ছে হতাহতের সংখ্যাও। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ খোঁজ শুরু করেছে জঙ্গি গোষ্ঠীর টাকার উৎসের। আর এর মধ্যেই খোঁজ পাওয়া গিয়েছে এআই হুডা এডুকেশনাল ট্রাস্টের। সূত্রের খবর,এই ট্রাস্ট বর্তমানে জঙ্গিগোষ্ঠীর অন্যতম তহবিল সংস্থা হয়ে উঠেছে। জানা যাচ্ছে,এআই হুডা এডুকেশনাল ট্রাস্ট জম্মু এবং কাশ্মীরের রাজৌরি জেলায় অবস্থিত। এনআইএ সংস্থা সূত্রে খবর, এই ট্রাস্টের গতিবিধি যথেষ্ট সন্দেহজনক। জম্মু এবং কাশ্মীরের নিষিদ্ধ সংগঠন জামাত-ই-ইসলামিকে সাহায্য করছে এই শিক্ষা সংগঠন বলে খবর পাওয়া যাচ্ছে। খবর পেয়ে তড়িঘড়ি আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জম্মু এবং কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ, জম্মু, শ্রীনগর, পুলওয়ামা, বদগাম, সোফিয়ান এবং বান্দিপোরায় ব্যাপক তল্লাশি চলেছে। খোঁজ করা হচ্ছে সন্ত্রাসবাদীদের অর্থ যোগানের মূল উৎসের। সূত্রের খবর, এই ট্রাস্টের উপর নজরদারির পর পাওয়া বেশ কিছু তথ্যের ভিত্তিতে আজ জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় এনআইএ’র দলগুলি হানা দিয়েছে ৷ জম্মু ও কাশ্মীর পুলিশের বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর সহায়তায় এই অভিযান চালানো হয়েছে ৷ বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে এনআইএ আধিকারিকদের নিরাপত্তার জন্য ৷