বিধানসভা নির্বাচনের আগে হিমাচলে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদী

নয়াদিল্লি, ১৩ অক্টোবর : হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে হিমাচলবাসীদের বড় উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই মুহুর্তে হিমাচল প্রদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারই মাঝে বৃহস্পতিবার উনায় চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পতাকা উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এবং কেন্দ্রীয় মন্ত্রী ও হামিরপুরের সাংসদ অনুরাগ ঠাকুর। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছিলেন। এটি ভারতবর্ষের চতুর্থ  সংযোজন।
তথ্য অনুসারে, এই ট্রেনটি দিল্লি এবং উনার আম্ব আন্দাউরা রেলওয়ে স্টেশনের মধ্যে চলবে এবং বুধবার ছাড়া সপ্তাহের সমস্ত দিনই চলবে। এই ট্রেনটি দিল্লি থেকে উনার মধ্যে সাড়ে পাঁচ ঘণ্টায় যাত্রা করবে। বন্দে ভারত ট্রেন দুপুর 1 টায় আম্ব-আন্দাউরা ছাড়বে এবং দিল্লি পৌঁছাবে 6:25 টায়। একই সময়ে, এই ট্রেনটি দিল্লি ছাড়বে সকাল 5:50 টায় এবং আম্ব-আন্দাউরা পৌঁছাবে 11:05 টায়।এদিন উনা স্টেশনে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান বহু মানুষ। এছাড়াও এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ার ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলডি বা আইআইটি উনার উদ্বোধন করেন। তিনি বলেন এটি উনাবাসীর জন্য দিওয়ালির উপহার। পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। হিমালচল প্রদেশে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন গ্রামীণ সড়কপথের উন্নয়ন, ডিজিটাল পরিকাঠামো অগ্রহতির পাশাপাশি জল সরবরাহ ও স্বাস্থ্যসেবা সুবিধার প্রাপ্যতা সর্বদাই তাঁর সরকার বেশি অগ্রাধিকার দিয়ে এসেছে। নতুন ভারত অতীতের চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন হিমাচল প্রদেশের পূর্বতন সরকারের পাশাপাশি কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন।