ব্যাপক ভূমি ধসের কবলে নর্থ সিকিমের (North Sikkim) মঙ্গন জেলা। চারদিন ধরে একের পর এক ধসের জেরে বিপর্যস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা। ধসের কারণে উত্তর সিকিমের লাচুঙ, লাচেন ও চুঙথাঙ এলাকায় আটকে রয়েছেন অসংখ্য পর্যটক। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মঙ্গন জেলা প্রশাসন, আইটিবিপি জওয়ান, বর্ডার রোড অর্গানাইজেশনের পাশাপাশি গ্রেফ (জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স) সাহায্যে কাজ করে চলেছে। বুধবার রাত পর্যন্ত লাচুঙ-চুঙথাঙ ও লাচেন-চুঙথাঙ সড়কে আটকে পড়া প্রায় ৩০০ জন পর্যটককে প্রশাসনের সহযোগিতায় অপেক্ষাকৃত নিরাপদ চুঙথাঙে নিয়ে আসা হয়েছে বলে মঙ্গন জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সেখানে গুরু নানক লামা সাহিব গুরুদোয়ারা সহ কয়েকটি হোটেলে তাঁদের রাত কাটানোর ব্যবস্থা প্রশাসনের তরফে করা হয়।
