এতদিন পর্যন্ত ত্রিপুরা(Tripura) যেতে গেলে ভরসা ছিল আকাশপথ। কিন্তু এবার ভারতীয় রেলের নতুন পদক্ষেপ। কলকাতা থেকে সরাসরি আগরতলা ঢুকবে ট্রেন। আজ আগরতলা স্টেশন থেকে কলকাতা অভিমুখে ট্রেন যাত্রার সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, বৃহস্পতিবার আগরতলা স্টেশন থেকে আগরতলা-খোংসাং ও আগরতলা-কলকাতা এক্সপ্রেসের যাত্রাপথের সূচনা করেন রাষ্ট্রপতি। মনে করা হচ্ছে, কলকাতা-আগরতলা ট্রেন চলাচলের ফলে উত্তর পূর্বাঞ্চলের পর্যটনের ওপর যথেষ্ট প্রভাব পড়বে। এতদিন পর্যন্ত কলকাতা থেকে গুয়াহাটির মধ্যে যে ট্রেনটি চলাচল করত, সেই ট্রেনটি এবার থেকে চলে যাবে আগরতলায়।
জানা গিয়েছে, আপাতত সপ্তাহে একদিন এই ট্রেনটি চলবে। ট্রেনটিতে ফার্স্ট ক্লাস এসি, পাঁচটি এসি থ্রি টায়ার, ছটি স্লিপার সহ মোট ১৪ টি কোচ থাকবে। প্রতি বুধবার সকাল সাড়ে সাতটায় এই ট্রেন আগরতলা স্টেশন থেকে ছেড়ে পরের দিন বেলা তিনটে নাগাদ কলকাতায় পৌঁছাবে। অন্যদিকে প্রতি রবিবার রাত নটা চল্লিশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে কলকাতা আগরতলা এক্সপ্রেস। আগরতলায় পৌঁছাবে এই ট্রেন মঙ্গলবার ভোর ৫:১৫ এ। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাছে এবার ত্রিপুরা যাত্রা অনেক বেশি সহজ হয়ে উঠবে।
