বিশ্ব ক্ষুধা সূচকে পিছোল ভারত, এশিয়াতে ভারতের পিছনে শুধু আফগানিস্তান

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের সর্বশেষ স্থান পেল ভারত। ১২১টি দেশের তালিকায় ভারত ১০৭ তম স্থানে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত। ২০২১ সালে ১১৬ টি দেশের তালিকায় ভারত ১০১তম স্থানে ছিল, কিন্তু এবার ভারত ১২১টি দেশের তালিকায় ৬ পয়েন্ট পিছিয়ে ১০৭ নম্বরে চলে এসেছে। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স বা বিশ্ব ক্ষুধাসূচক হল বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে ক্ষুধাকে ব্যাপকভাবে পরিমাপ এবং ট্র্যাক করার একটি উপকরণ।
প্রতিবেশী দেশগুলোর কথা বললে প্রায় সব দেশই ভারতের চেয়ে ভাল অবস্থায় রয়েছে। শ্রীলঙ্কা ৬৪তম, নেপাল ৮১তম, বাংলাদেশ ৮৪ তম এবং পাকিস্তান ৯৯তম স্থানে রয়েছে। অন্যদিকে, আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যার অবস্থান ভারতের চেয়ে খারাপ। তাদের অবস্থান ১০৯ নম্বরে।

এদিকে, ওই রিপোর্টের উপর ভিত্তি করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী নেতারা। ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদাম্বরম বলেছেন, ২০১৪ সাল থেকে মোদী সরকারের আট বছরে ভারতের ‘জিএসআই’ স্কোর ক্রমেই খারাপ হয়েছে।
আম আদমি পার্টির নেতা ও দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, বিজেপি পাঁচ ট্রিলিয়ন অর্থনীতি তৈরির বিষয়ে বক্তব্য দিচ্ছে। কিন্তু ১০৬ টি দেশ অন্তত মানুষকে দু’বেলা খেতে দেওয়ার ক্ষেত্রে আমাদের থেকে এগিয়ে আছে।
‘আরজেডি’ প্রধান ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বলেছেন, ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২২-এ সুদান, রুয়ান্ডা, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এবং পাকিস্তান, ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। ১২১ টি দেশের তালিকায় ভারত ১০৭ নম্বরে রয়েছে। লজ্জাজনক! এই বিজেপির লোকেরা বাকি দেশ ও সম্পত্তিও তাদের পুঁজিবাদী বন্ধুদের কাছে বিক্রি করে দেবে।’
গতবছর ভারতের র্যা ঙ্ক পতনের পর কেন্দ্রীয় সরকার প্রতিবেদনটির সমালোচনা করে বলেছিল, গ্লোবাল হাঙ্গার ইনডেক্স গণনা করার পদ্ধতি অবৈজ্ঞানিক ছিল।