হিন্দু যুবককে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ, কর্নাটকে প্রাক্তন কংগ্রেস কর্পোরেটর সহ গ্রেফতার পাঁচ

এক হিন্দু যুবককে ‘জোর করে ধর্মান্তরিত করার’ অভিযোগ উঠল পাঁচজন মুসলমান যুবকের বিরুদ্ধে। কর্ণাটক পুলিশ সম্প্রতি গ্রেপ্তার করেছে ওই ৫ যুবককে। জানা গেছে গ্রেপ্তারকৃত ওই ৫ যুবকের নাম আনসার পাশা, নয়াজ পাশা, হাজি সাব, আতাউর রহমান এবং শোয়েব।বনশঙ্করী ওয়ার্ডের প্রাক্তন কর্পোরেটর আনসার পাশা শহরের একজন বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে। তিনি কংগ্রেস পার্টির কর্পোরেটর এবং কেএস লেআউটের বাসিন্দা । প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ,মান্ডিয়ার বাসিন্দা শ্রীধর অনেকদিন আগে মুসলমান ধর্ম নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। তাই প্রথমে অভিযুক্তরা তার খাৎনা বা সুন্নাতের ব্যবস্থা করে। এই খাৎনা আচার অনুষ্ঠিত হবার পর শ্রীধর ধর্মান্তরিত হবার বাসনা ত্যাগ করলে একপ্রকার জোর করেই অভিযুক্তরা শ্রীধরকে বাধ্য করেন ইসলাম ধর্ম নিতে।পরে পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করে ওই ৫ অভিযুক্তকে। শ্রীধর প্রথমে হুবলি শহরের নবনগর থানায় অভিযোগ দায়ের করে ওই ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন পরবর্তীকালে বেঙ্গালুরুর বনসংকরী থানায় এটি স্থানান্তরিত করা হয়।