এখনও গ্রামাঞ্চলে ধানের ক্ষেত সবুজই। ধানের ক্ষেতের বুক চিরে চলে গেছে পথ। আর পথের ধারে বসে প্রশাসনিক ব্যস্ততা দেখছিলেন পুনাই ওরাও। অনবরত প্রশাসনিক আধিকারিক সহ বিভিন্ন গাড়ির যাতায়াত চলছেই। মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের পূর্ব হায়হায় পাথার এলাকার মাঝ বয়সী পুনাই ওড়াও দূরে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলেন, ওখানেই দুলাল বাবুর খামারবাড়ি। ২০০৬ সালে এখানেই এসেছিলেন দিদি। পুনাই বলছিলেন, আমরা সেবার সকলেই লাইন দিয়ে অপেক্ষা করছিলাম দিদির জন্য। একেবারে সামনাসামনি এগিয়ে এসে উনি হাত নেড়ে ছিলেন। এদিকে, ১৬ বছর পর একই স্থানে দিদির আসার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে প্রশাসনিক ব্যস্ততাও তুঙ্গে উঠেছে। পুনাইরা এবারও অপেক্ষা করছে। রাস্তার ধার থেকেই একবার দিদিকে সরাসরি দেখার জন্য।এখনও গ্রামাঞ্চলে ধানের ক্ষেত সবুজই। ধানের ক্ষেতের বুক চিরে চলে গেছে পথ। আর পথের ধারে বসে প্রশাসনিক ব্যস্ততা দেখছিলেন পুনাই ওরাও। অনবরত প্রশাসনিক আধিকারিক সহ বিভিন্ন গাড়ির যাতায়াত চলছেই। মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের পূর্ব হায়হায় পাথার এলাকার মাঝ বয়সী পুনাই ওড়াও দূরে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলেন, ওখানেই দুলাল বাবুর খামারবাড়ি। ২০০৬ সালে এখানেই এসেছিলেন দিদি। পুনাই বলছিলেন, আমরা সেবার সকলেই লাইন দিয়ে অপেক্ষা করছিলাম দিদির জন্য। একেবারে সামনাসামনি এগিয়ে এসে উনি হাত নেড়ে ছিলেন। এদিকে, ১৬ বছর পর একই স্থানে দিদির আসার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে প্রশাসনিক ব্যস্ততাও তুঙ্গে উঠেছে। পুনাইরা এবারও অপেক্ষা করছে। রাস্তার ধার থেকেই একবার দিদিকে সরাসরি দেখার জন্য।
