দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তলব সিবিআইয়ের

আবগারি নীতি নিয়ে আরও চাপে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। আগামীকাল, সোমবার সকাল ১১টায় তাঁকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, দিল্লির আবগারি নীতি নিয়েই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে। সিবিআইয়ের সমন পেতেই জবাব দিয়েছেন মণীশ সিসোদিয়াও। তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

সিবিআইয়ের সমন হাতে পেয়েই টুইটে মণীশ সিসোদিয়া লেখেন, ‘সিবিআই আমাদের বাড়িতে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছিল, কিন্তু কিচ্ছু পায়নি। আমার ব্যাংকের লকারেও তল্লাশি চালানো হয়েছিল, কিন্তু কিছু পাওয়া যায়নি। আমার গ্রামেও তল্লাশি চালিয়ে কিছু পায়নি। এবার তারা আমায় সিবিআইয়ের সদর দপ্তরে ডেকেছেন। আমি যাব এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করব।’