৬ নভেম্বর থেকে রাজ্যে সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ

হিন্দুত্বের অস্ত্রে শান দিতে বাংলায় সংগঠনের প্রসার বিস্তারে কোমর কষে ঝাঁপাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। আগামী ৬ নভেম্বর থেকে ফের শুরু হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ওই সদস্য সংগ্রহ অভিযান কীভাবে সফল করা হবে তার কৌশল নির্ধারণে সোমবারই দলের রাজ্য পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন সংগঠনের সর্বভারতীয সম্পাদক দেবজিত রাউত। সূত্রের খবর, সীমান্তবর্তী জেলাগুলির উদ্বাস্তুদেরই বিশেষ লক্ষ্য করে সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপানো হবে। অন্তত রাজ্যে লক্ষাধিক সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপানো হচ্ছে। রাজ্যে সংগঠনের বিস্তার ঘটানোর পাশাপাশি মোদি সরকার যেভাবে ধর্মান্তরিতদেরও তফশিলি জাতির তকমা দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে তার বিরুদ্ধেও জনমত সংগঠিত করতে রাজ্য নেতৃত্বকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ভাবেই ধর্মান্তরিতদের তফশিলি জাতির তকমা দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না বলে ইতিমধ্যেই হুঙ্কার ছেড়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন। সূত্রের খবর, মোদি সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় তফশিলি জাতি অধ্যুষিত এলাকায় বিশেষ প্রচারাভিযান চালানো হবে। সেই সঙ্গে আন্দোলনও সংগঠিত করা হবে। বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য শাখার মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায়ের কথায়, ‘কেন্দ্রীয় সরকার অন্যান্যদের তফশিলি জাতি হিসেবে তকমা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। ওই সিদ্ধান্ত থেকে যাতে মোদি সরকার যাতে পিছু হঠে তার জন্য যতদূর যেতে হয় যাওয়া হবে।’