রবিবার উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায় বিটি রোডে বিজয়া সম্মিলনীর আয়োজন করে তৃণমূল। আর সেই সম্মিলনীতে যোগ দিয়েছিলেন বিধায়ক মদন মিত্র। সেই মঞ্চ থেকেই তিনি বলেন ষড়যন্ত্রের কথা। মদন মিত্র জানিয়েছেন, কালীপুজোর পর গভীর ষড়যন্ত্র হতে চলেছে। আর সেই ষড়যন্ত্রের মোকাবিলা সবাইকে একসাথে করতে হবে। এই ষড়যন্ত্রের বিষয়টি অবশ্য বিশদে জানাননি তৃণমূল (TMC) বিধায়ক। তবে রাজনৈতিক মহলের অনেকেরই অনুমান, যেভাবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ক্রমাগত ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, সেই বিষয়টিকেই হয়তো মদন মিত্র ষড়যন্ত্রের নাম দিয়ে বলতে চেয়েছেন। অন্যদিকে মদন মিত্রের ‘ষড়যন্ত্র’ মন্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই শাসকদলের বিরুদ্ধে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করে পাল্টা প্রশ্ন করেন, কিসের ষড়যন্ত্র? তিনি বলেন, তৃণমূলের মধ্যেই এত রকম ষড়যন্ত্র হচ্ছে পরস্পরের বিরুদ্ধে, বাইরের ষড়যন্ত্রের প্রয়োজন হবেনা। অন্যদিকে আবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল বিধায়ক মদন মিত্রকে তীব্র কটাক্ষ করে বলেন, রাত ৮ টার পর মদন মিত্র কিছু বললে তা গ্রাহ্যযোগ্য হবেনা। খুব স্বাভাবিকভাবেই মদন মিত্রের ‘ষড়যন্ত্র’ মন্তব্য নিয়ে জমে উঠেছে বঙ্গ রাজনীতি। সেক্ষেত্রে আগামী দিনে মদন মিত্রের মন্তব্য কতটা সঠিক হয়, সেদিকে অবশ্যই নজর থাকবে।
