ইন্টার কলেজ ফুটবলে সেরা ঘোষপুকুর কলেজ

কালিপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়কে হারিয়ে কলেজ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ঘোষপুকুর কলেজ। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক উপভোগ্য খেলা উপহার দেয় দুই দলই। তবে ঘোষপুকুর কলেজের খেলোয়াড়দের সামনে শেষ পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারেনি কালিপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় বা বাগডোগরা কলেজের খেলোয়াড়রা। বিজয়ী দলের খেলোয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন কলেজের প্রত্যক্ষ থেকে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।