নাগপুরে আরএসএস-(RSS) এর প্রধান অফিস। কিন্তু সেখানেই পঞ্চায়েত সমিতির ভোটে একেবারে মুখ থুবড়ে পড়ল বিজেপি (BJP), যা নিতান্তই চিন্তার ব্যাপার। বিজেপির কাছে এই মুহূর্তে প্রধান লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন (Lok Sabha Elections)। তবে তার আগে অবশ্য রয়েছে গুজরাট ও হিমাচল বিধানসভা নির্বাচন (Assembly Elections)। এসবের আগে এই শনিবার নাগপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি নির্বাচন হয়। আর সেদিনই ফলপ্রকাশ হয়। এই নির্বাচনে যে বিজেপি জিতবে সে ব্যাপারে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল তাঁরা। কিন্তু দেখা যায়, নির্বাচনে গণনার পর তাঁদের সেই আত্মবিশ্বাস মুখ থুবড়ে পড়ে। দেখা যায়, ১৩ টি সভাপতি আসনের একটিতেও জয়লাভ করতে পারেনি গেরুয়া শিবির। বরং কংগ্রেস ঘুরে দাঁড়িয়ে নটি আসন দখল করেছে, শরদ পাওয়ারের দল এনসিপি তিনটি আসন দখল করেছে। এবং একটিমাত্র আসনে জয়লাভ করেছে শিবসেনার শিন্ডে গোষ্ঠী। সহ-সভাপতি আসনেও তথৈবচ অবস্থা গেরুয়া শিবিরের। কোনমতে তিনটি আসন দখল করেছে বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নাগপুরের এই জয় কংগ্রেসের আত্মবিশ্বাস যে নিঃসন্দেহে বাড়িয়ে তুলবে তা এককথায় বলা যায়। ঠিক একইভাবে আরএসএস গড়ে গেরুয়া শিবিরের যে পতন হল, তাতে ইতিমধ্যেই ভ্রুকুটি দেখা গিয়েছে গেরুয়া শিবিরে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে জোরদার সমালোচনা।
