মুখ্যমন্ত্রীর চিফ সিকিউরিটি গার্ডের হাতে স্মারকলিপি তুলে দিলেন অস্থায়ী পার্ট টাইম শিক্ষকেরা

নর্থ বেঙ্গল পার্টটাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের এডভাইজার চেয়ারপারসন সুশান্ত সরকার, সভাপতি তাপস রায়, জলপাইগুড়ি জেলা ইউনিটের সহ-সভাপতি মলয় রায় এবং রুহিদাস সরকার, এই চারজনের একটি প্রতিনিধি দল আজ উত্তরবঙ্গে সমস্ত বিদ্যালয়ের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদানের অনুরোধ জানিয়ে একটি স্মারকলিপি সরাসরি মুখ্যমন্ত্রী মহাশয়ার হাতে তুলে দেওয়ার জন্য মালবাজার আদর্শ বিদ্যাপীঠ বিদ্যালয়ে আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর কল্যাণমন্ত্রী শ্রী বুলুচিক বড়াইক এবং প্রাক্তন বিধায়ক শ্রী অনন্ত দেব অধিকারী মহাশয়কে অনুরোধ জানান। কিন্তু মন্ত্রী মহাশয় সরাসরি দেখা না করিয়ে মুখ্যমন্ত্রীর চিপ সিকিউরিটি গার্ডের হাতে তাদের স্মারকলিপি তুলে দেওয়ার ব্যবস্থা করেন । মাননীয়ার চিপ সিকিউরিটি গার্ডের হাতে দিলে, তিনি সেটা গ্রহণ করেন এবং কিছুদিন পর কলকাতা নবান্নতে বা উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে স্মারকলিপিটির বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়ার অভিমত জানার জন্য খোঁজ নিতে বলেন।