দীপাবলি মানেই আলোর রোশনাই। সারাদেশ দীপাবলীর প্রাক্কালে সেজে উঠেছে আলোর মালায় কিন্তু দীপাবলি মানে বাজি, এই ধারণা এবার বদলে যেতে চলেছে। প্রসঙ্গত দীপাবলিতে, দিল্লিতে(Delhi) বাজি তৈরি, মজুদ, বিক্রি এবং বন্টন গত বছর থেকেই পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার। এ বছরেও সেই নিষেধাজ্ঞা জারি রয়েছে নিষেধাজ্ঞা অমান্য করলে দিল্লির পরিবেশ মন্ত্রী করা শাস্তির বার্তা দিয়েছেন।
প্রসঙ্গত, দিল্লির দূষণ ভারত বিখ্যাত। স্বাভাবিক সময়েই দিল্লিতে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে সমস্যা হয। সেখানে দীপাবলি উপলক্ষে বাজি পোড়ানো হলে দূষণের মাত্রা চরম আকার ধারণ করবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু দিল্লি সরকারের এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। কিন্তু শীর্ষ আদালতের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ববর্তী নির্দেশ কোনোভাবেই খারিজ হবে না। বরং বিজেপি সাংসদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, বাজি না পুড়িয়ে মিষ্টি কেনার। প্রসঙ্গত দিল্লি সরকারের পক্ষ থেকে আগামী বছর পহেলা জানুয়ারি পর্যন্ত কোনো রকম বাজি কেনার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে দিল্লির দূষণ কমানোর প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে এবং সেই চেষ্টায় সীলমোহর দিল সুপ্রিম কোর্ট।
