গাজিয়াবাদ গণধর্ষণ কাণ্ডে এবার দুই সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং দল পাঠাচ্ছে জাতীয় মহিলা কমিশন

গাজিয়াবাদে মহিলাকে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় আগেই পুলিশকে নোটিশ পাঠায় দিল্লির মহিলা কমিশন,চেয়ে পাঠানো হয় এফআইরের নথির প্রতিলিপিও। এবার পুরো ঘটনা খতিয়ে দেখতে দুই সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং দল পাঠাবে জাতীয় মহিলা কমিশন৷আপাতত অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় দিল্লির এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৩৮ বছর বয়সী ওই মহিলা। জাতীয় মহিলা কমিশনের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের সদস্যরা ওই নির্যাতিতার পরিবারের সঙ্গেও দেখা করবেন। এই ইস্যুতে একটি ট্যুইটও করেছে দিল্লির মহিলা কমিশন। উল্লেখ্য বুধবারেই দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানিয়েছেন এই ঘটনার ভয়াবহতা মনে পড়িয়ে দিচ্ছে ২০১২ সালের নির্ভয়াকান্ডের নির্মমতার কথা।
দিল্লিএনসিআরে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। জানা যাচ্ছে দিল্লির নন্দনগরের বাসিন্দা ওই ৩৮ বছর বয়সী ওই মহিলা গাজিয়াবাদে নিজের ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। গত ১৬ অক্টোবর গাজিয়াবাদের রাস্তা থেকে অপহৃত হন তিনি। বুধবার তাঁকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লি পুলিশ জানায় পাশবিক নির্যাতনের পর ওই যুবতীর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়,বস্তাবন্দী, রক্তাক্ত অবস্থায় আশ্রমরোডের কাছে পড়েছিলেন তিনি। তাঁকে জিটিবি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই আপাতত চিকিৎসাধীন ওই মহিলা। গাজিয়াবাদের এসপি (সিটি) নিপুন আগরওয়াল জানান , মঙ্গলবার নন্দগ্রাম থানার পুলিশ আশ্রম রোডে মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। । নির্দিষ্ট ধারায় মামলাও রুজু করা হয়েছে।