সৌরভকে সামনে রেখে বিজেপির তাঁদের পরিবার তন্ত্রের অভিযোগকে পাল্টা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সরাসরি কারও নাম বলেননি তিনি। তবে সৌরভ প্রসঙ্গ তুলে মমতা বলেন,, “আমাদের বেলায় পরিবার আর ওদের বেলায় হরিদ্বার।” প্রসঙ্গত বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় কে সরিয়ে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিলেন তাকে যাতে এই বঞ্চনার বদলে আইসিসিতে পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। সৌরভকে পর্যন্ত আইসিসিতেও পাঠাল না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শুধু সৌরভ নয় এবার আইসিসি নির্বাচনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে কাউকে পাঠানো হয়নি। আর এই সুযোগকেই কোন এক বড় নেতার ছেলেকে জায়গা করে দেওয়ার জন্য বাঁচিয়ে রাখা হল। আর এতেই ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো। এই ঘটনায় সরাসরি পরিবারতন্ত্রের খোঁচা ফিরিয়ে দিলেন বিজেপিকে। কারণ এই বিখ্যাত ব্যক্তির ছেলে আর কেউ নন। অমিত শাহের ছেলে জয় শাহ।
