মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত অন্তত ১৫ জন শ্রমিক; রাষ্ট্রপতির শোক প্রকাশ

মধ্যপ্রদেশে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০ জন। তবে আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। প্রশাসন সূত্রে খবর, সুহাগি পাহাড়ি এলাকায় ৩০ নম্বর জাতীয় সড়কে ট্রলির সঙ্গে প্রচণ্ড সংঘাত বাঁধে একটি যাত্রীবাহী বাসের। সংঘাতের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, যাত্রীবাহী বাসটি সঙ্গে সঙ্গে উলটে যায়। ঘটনাস্থলেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। হায়দরাবাদ থেকে গোরক্ষপুর যাচ্ছিল বাসটি। জানা গিয়েছে, যাত্রীদের অধিকাংশই শ্রমিক। দীপাবলী উপলক্ষে বাড়ি ফিরছিলেন তাঁরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শোক প্রকাশ করেছেন।