‘চরম খেসারত দিতে হবে মমতাকে’, গোপন ডেরা থেকে হুমকি জীবন সিংহের

দলের প্রাক্তন নেতা মালখান সিংহের গ্রেপ্তারির প্রতিবাদে সরব কেএলও প্রধান জীবন সিংহ(Jibon Singh)। পুলিশ অন্যায়ভাবে তাঁদের নেতাকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এর জন্য এক অডিও বার্তায় সরাসরি রাজ্য সরকারকে হুমকি দিয়েছেন কেএলও প্রধান। তাঁর কথায়, ‘ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছে মালখান সিংহকে। এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ এর জন্য বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম খেসারত দিতে হবে বলে হুমকি দেন জীবন। পাশাপাশি, ডিএসপি (এসটিএফ) সুদীপ ভট্টাচার্য, কুমারগ্রাম থানার আইসি বিডি সরকারকেও দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেএলও প্রধান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মধ্যেই গ্রেপ্তার হন প্রাক্তন কেএলও নেতা মালখান সিংহ। গত ১৯ অক্টোবর রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। পরের দিন তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ১৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক। এসটিএফ সূত্রে খবর, মালখান নিজেকে প্রাক্তন বলে দাবি করলেও জীবনের সঙ্গে তাঁর এখনও সরাসরি যোগ রয়েছে। গুয়াহাটিতে কেএলও প্রধান জীবন সিংহের সভায় যোগ দিতে যাচ্ছিলেন মালখান। যাওয়ার পথে খড়িবাড়ির কাছে তাঁকে গ্রেপ্তার করা হয়।