বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা জানাতে সোমবার সকালে প্রবীন সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্যের বাড়িতে গেলেন দার্জিলিং সাংসদ রাজু বিস্ট। সঙ্গে ছিলেন শিলিগুড়ির(Siliguri) বিধায়ক শংকর ঘোষ। এদিন সকালে সুভাষপল্লীতে অশোক ভট্টাচার্যের বাড়িতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দীর্ঘক্ষন নানান বিষয়ে আলোচনা হয় তাঁদের। সাংসদ রাজু বিস্ট প্রবীন নেতার সুস্বাস্থ্য কামনা করেন। আগামী ৩০ অক্টোবর প্রয়াত রত্না ভট্টাচার্যের প্রয়াণ দিবস উপলক্ষ্যে দীনবন্ধু মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন অশোক ভট্টাচার্য। সেই অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্ট ও শংকর ঘোষকে আমন্ত্রণ জানান অশোকবাবু। এর আগেও অশোক বাবুকে দেখতে তাঁর বাসভবনে গিয়েছিলেন সাংসদ। এদিন সাংসদ রাজু বিস্ট জানিয়েছেন, কোন রাজনীতি নয়, শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করতেই এসেছিলেন সিপিএম নেতার বাড়িতে। সম্পূর্ণটাই সৌজন্য সাক্ষাৎকার।
