দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে ভারতীয় নোটে হিন্দু দেবদেবীর ছবি ছাপানোর পরামর্শ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) এমনই পরামর্শ দেন তিনি। কেজরিওয়ালের দাবি, নতুন করে যে নোট দেশে ছাপানো হবে, সেখানে একদিকে থাকুক মহাত্মা গান্ধির ছবি আর অন্যদিকে থাকুক লক্ষ্মী-গণেশের ছবি। তাঁর মতে, নোটে দেবদেবীর ছবি থাকলে দেশের আর্থিক উন্নতি ঘটবে। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য অনেক চেষ্টা করতে হবে। কিন্তু তার সঙ্গে আমাদের দেবদেবীর আশীর্বাদ দরকার। নোটে ছবি থাকলে পুরো দেশ আশীর্বাদ পাবে।‘ এই প্রসঙ্গে কেজরিওয়াল আরও বলেন, ‘ইন্দোনেশিয়া মুসলিম প্রধান রাষ্ট্র, তা সত্ত্বেও তাদের নোটে গণেশের ছবি আছে।‘ শীঘ্রই এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন তিনি। গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
