বিগত দিনে রাজ্যে একের পর এক দুর্নীতি মামলা সামনে এসেছে। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দুর্নীতি মামলায় অভিযুক্ত করা হয়েছে একের পর এক হেভিওয়েট শাসক দলের নেতাকে। এর ফলে তৃণমূল যে বর্তমানে বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থেকে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), মানিক ভট্টাচার্য এই মুহূর্তে গরাদের পেছনে। কিন্তু দেখা যাচ্ছে, তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেও অনুব্রত মণ্ডল কিংবা মানিক ভট্টাচার্যের প্রতি দৃষ্টিভঙ্গি বদল করেনি এখনও। বিশেষ করে অনুব্রত মণ্ডলের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবরই গলা চড়িয়েছেন।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পার্থ এবং অনুব্রতর মধ্যে এই পক্ষপাতিত্ব কেন? আর সেই প্রশ্নের উত্তর দিলেন এবার সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তিনি জানিয়েছেন, “পার্থ দলের জন্য বিড়ম্বনা, মানিক বা অনুব্রত নন। কারণ, পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে নগদ প্রচুর টাকা দেখেছে মানুষ। যা মানিকদের ক্ষেত্রে হয়নি। তাঁদের বাড়ি থেকে নথি বাজেয়াপ্ত হয়েছে ঠিকই, কিন্তু টাকা মেলেনি।”
