ভাইফোঁটায় গ্রেটার নেতা অনন্ত মহারাজকে (Ananta Maharaj) পায়জামা, পাঞ্জাবী, শাল চাদর ও ফুল-মিষ্টি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কোচবিহারের চকচকায় মহারাজের প্রাসাদপ্রমো বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া সেই উপহার তার হাতে তুলে দিলেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও তৃণমূলের আলিপুরদুয়ার জেলার সহ-সভাপতি প্রেমানন্দ দাস। এদিন মুখ্যমন্ত্রীর হাত থেকে এমন উপহার পেয়ে খুশি মহারাজ। তবে শুধু মুখ্যমন্ত্রী তথা দিদির দেওয়া পুরস্কার যে তিনি শুধু গ্রহণ করেছেন তাই নয়। পাশাপাশি তিনিও মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য আন্ডি চাদর ও রাজবংশীদের বিশেষ গামছা এবং তাম্বুল-পান রবীন্দ্রনাথ ঘোষ ও প্রেমানন্দ দাসের হাতে তুলে দেন।
অনন্ত মহারাজ বলেন, ‘ভাতৃদ্বিতীয়াতে দিদির হাত থেকে এমন উপহার পেয়ে তার খুবই ভালো লাগছে। এর জন্য তিনি দিদিকে অসংখ্য ধন্যবাদও জানান। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অনন্ত মহারাজের জন্য দিদি উপহার পাঠিয়েছেন। সেগুলি নিয়ে এদিন তিনি ও প্রেমানন্দ দাস মহারাজের বাড়িতে এসে তার হাতে তুলে দিয়েছেন। দিদির পাঠানো উপহার পেয়ে মহারাজ খুবই খুশি হয়েছেন। পাশাপাশি মহারাজও দিদিকে বিশেষ উপহার দেওয়ার জন্য তাদের হাতে তুলে দিয়েছেন। খুব শীঘ্রই তারা সেগুলি দিদির হাতে পৌঁছে দেবেন।’
