বিহারের আওরঙ্গাবাদে ছট পূজার সময় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ জনেরও বেশি লোক অগ্নিদগ্ধ, অনেকের অবস্থা আশঙ্কাজনক
বিহারের আওরঙ্গাবাদে শর্ট সার্কিটের জেরে ঘরে সিলিন্ডার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। এরফলে ৩০ জনের বেশি লোক অগ্নিদগ্ধ হয়েছে। একই সঙ্গে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার ভোর আড়াইটার দিকে নগর থানার শাহগঞ্জ এলাকার ২৪ নম্বর ওয়ার্ডে ওই এলাকার অনিল গোস্বামীর বাড়িতে ছট উৎসব চলছিল। পরিবারের সবাই প্রসাদ তৈরিতে ব্যস্ত। এ সময়ে বাড়ির সিলিন্ডারে আগুন ধরে যায়। এতে গ্যাস বের হতে থাকে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসের টিমকে ওই দুর্ঘটনার খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে বাড়তে থাকে এবং হঠাৎ করেই বাড়িটিতে বিস্ফোরণ হয়। এতে ৩০ জনেরও বেশি লোক দগ্ধ ও গুরুতর আহত হয়। ঘটনার পর আহত সকলকে চিকিৎসার জন্য আওরঙ্গাবাদ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড়ির মালিক অনিল গোস্বামী জানান, বাড়িতে ছট উৎসব চলছিল। পরিবারের সবাই প্রসাদ তৈরিতে ব্যস্ত ছিলেন। এরপর গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। পরিবারের লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। লোকজন আগুন নেভাতে থাকে। ততক্ষণে আগুন আরও তীব্র হয়ে ওঠে। যার জেরে হঠাৎ ঘরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ৩০ জনের বেশি মানুষ অগ্নিদগ্ধ ও আহত হয়। ঘটনার পর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
