চিনি রফতানিতে আরও একবছর নিষেধাজ্ঞা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশি বাণিজ্য অধিদফতর জেনারেল (ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড) -এর নির্দেশিকা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ২০২৩ সাল পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতে চলতি বছর রেকর্ড পরিমাণ চিনি উৎপাদনের প্রত্যাশা রয়েছে দেশের শিল্প কর্মকর্তাদের। প্রত্যাশা অনুযায়ী উৎপাদন হলে প্রায় আট মিলিয়ন টন চিনি রফতানির সিদ্ধান্ত আসতে পারে। কেন্দ্র সরকার গত মে মাসে চিনি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে, তা চলতি বছরের অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছিল। মূলত, চিনির দামে লাগাম টানতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
চলতি মরসুমে রেকর্ড চিনি উৎপাদনের সম্ভাবনা। কিন্তু তা সত্ত্বেও দেশের বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে এইনিষেধাজ্ঞা আগামী বছরের পরেও কেন্দ্র চালু রাখতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত উত্তর ভারতে আখের উৎপাদন দামের হিসাবে ৪২ শতাংশ বাড়লেও, দক্ষিণ ভারতে তা ৩২.৪ শতাংশ পড়েছে। চিনি যেহেতু আখ থেকেই তৈরি হয়, তাই আখের উৎপাদন বাড়লে চিনির উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়।
