৯ নভেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা

আগামী ৯ নভেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। আর তারপরই শুরু হবে সংশোধনের কাজ। ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে আগামী ২ নভেম্বর বুধবার সর্বদলীয় বৈঠক ডাকল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ওই বৈঠকে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে বিস্তারিত পরিকল্পনা ব্যাখ্যা করবেন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গিয়েছে, ৯ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই শুরু হবে সংশোধনের কাজ। চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ২৫ জানুয়ারি নতুন ভোটারদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ওই তালিকা নিয়ে কোন অভিযোগ থাকলে তা জানানো যাবে। বর্তমানে তালিকায় নয়া নাম তোলা, ভোটারের ঠিকানা পরিবর্তন সহ যাবতীয় সংশোধনীর ফর্ম অনলাইন এবং অফলাইনে জমার কাজ চলছে। মূলত চূড়ান্ত ভোটার তালিকায় যাতে মৃত কিংবা ভুতুড়ে ভোটাররা না থাকেন, তা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। আর ওই কাজে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হবে সর্বদলীয় বৈঠকে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনীর কাজে রাজনৈতিক দলগুলির পরামর্শও চাওয়া হবে।