সাইকেলে উনিশ হাজার ফুটের বেশি উচ্চতা স্পর্শ করলেন জোমাটো বয় মুহাম্মদ এমদাদুল হক। পড়াশোনা চালানোর জন্য বছর উনিশের এমদাদুল বেশ কিছুদিন মুম্বইয়ে জোমাটো ডেলিভারি বয়ের কাজ করেন। তারপর বোলপুরে এসেও পড়াশোনার পাশাপাশি জোমাটো ডেলিভারি বয়ের কাজ করেন। বোলপুরে পড়াশোনার পাশাপাশি, তাঁর নিজস্ব ব্লগ আছে। আর রয়েছে পাহাড় ছোঁয়ার নেশা। সেখানে একমাত্র সাইকেলই তাঁর পছন্দের বাহন। তাই ‘দেখব এবার জগৎটাকে’ বলে বেরিয়ে পড়া। অনেকেই তাঁকে আর্থিক বা সামাজিকভাবে সাহায্য করেছেন। স্থানীয় স্পনসর হিসেবে বোলপুর বাইকারস ক্লাব, শপিং বাস, রৌনক এন্টারটেইনমেন্ট এবং চৌধুরি অটোমোবাইলস তাঁকে সামান্য কিছু সাহায্য করেছে। বোলপুর শান্তিনিকেতনের সেন্ট টেরেসা স্কুলের দশম শ্রেণির ছাত্র মুহাম্মদ এমদাদুল হক প্রায় আড়াই হাজারের বেশি পথ সাইকেলে পাড়ি দিয়ে পৃথিবীর উচ্চতম মটোরেবল স্থান অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে উনিশ হাজার তিনশো ফুট উচ্চতায় লাদাখের উমিং-লা-পাস পৌঁছান।
