পাকিস্তানে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) উপর চলেছে গুলি চালানোর ঘটনা। বরাতজোরে প্রাণে রক্ষা পেলেও তাঁর পায়ে গুলি লেগে জখম হয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানে চলছিল আজাদী মার্চের মিছিল। আর সেই মিছিলে উপস্থিত ছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তাঁকে লক্ষ্য করেই এক ব্যক্তি গুলি চালায় বলে খবর। ইমরান খানের ডান পায়ে গিয়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। এরপর দ্রুত ইমরান খানকে জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবার তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন। তিনি জানিয়েছেন, “আল্লাহ আমাকে নতুন জীবন দান করেছেন।” জখম অবস্থাতেই তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন, “ইনশাআল্লাহ আমি আবার লড়াই করে ঘুরে দাঁড়াবো।” ইমরান খানের ওপর গুলি চালানোর ঘটনা নিঃসন্দেহে বেনজির ভুট্টোর স্মৃতি উস্কে দিল বলেই অনেকে মনে করছেন। তবে ইমরান খানকে হত্যা করার চেষ্টা হলেও তাঁর আত্মবিশ্বাসে কিন্তু এতটুকুও চির লাগেনি। তবে ইমরান খানের ওপর এই প্রাণঘাতি হামলা কে বা কারা চালাল, তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রবল হৈচৈ।
