চেন্নাাইতে সুপারস্টার রজনীকান্তের সঙ্গে দেখা করলেন মমতা

দক্ষিণ ভারত সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় দক্ষিণের সুপারস্টার তথা রাজনৈতিক ব্যক্তিত্ব রজনীকান্তের। বৃহস্পতিবার দু’জনের মধ্যে একান্ত আলোচনা চলে। ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গনেশনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন রজনীকান্ত। সেখানেই দু’জনের মুখোমুখি সাক্ষাৎ হয়। জানা গিয়েছে, মুখোমুখি সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রজনীকান্ত দু’জনই পরস্পরের শারীরিক কুশলতার খবর নেন। এদিকে এই সাক্ষাৎ ঘিরে বাংলা তথা দক্ষিণের রাজনীতিতে নয়া চর্চা শুরু হয়েছে।

বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠককে সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে দাবি করা হলেও রাজনৈতিক মহলের দাবি, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে এক হওয়ার বার্তা দিতে চাইছেন মমতা। এরপর এদিন ফের রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে স্ট্যালিন-মমতা মুখোমুখি হন। এদিনই তাঁর রজনীকান্তের সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে নয়া চর্চা শুরু করে দিল। যদিও দু’পক্ষের এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎকার হিসেবেই দাবি করা হয়েছে।