অপেক্ষার অবসান, গুজরাটে দু’দফায় ভোট ঘোষণা নির্বাচন কমিশনের

অপেক্ষার অবসান। গুজরাটে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর গুজরাটে ভোট হবে। ভোটের ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এ কথা জানিয়েছেন। নির্বাচনের তারিখ ঘোষণার পাশাপাশি এবারের নির্বাচনে নতুন ব্যবস্থার কথা ঘোষণা করেছেন তিনি। যেমন, ৫ নভেম্বর প্রথম দফার ভোট গ্রহণের জন্য নোটিফিকেশন হবে। দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন পেশের জন্য ১৪ নভেম্বর নোটিফিকেশন জারি হবে।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জানান, ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি গুজরাট বিধানসভার মেয়াদ শেষ হবে। তার ঠিক ১১০ দিন আগে গুজরাটে ভোট করানো হবে। তবে এর আগেও বহুবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও নিষ্ঠা প্রশ্নাতীত।