সোমবার মিজোরামে (Mizoram) ঘটে গিয়েছে মর্মান্তিক একটি ঘটনা। মিজোরামের একটি পাথর খাদানে ধস নামে আর সেই ধসে আটকে পড়ে খাদানের কর্মরত শ্রমিকরা। মোট ১২ জন শ্রমিক আটকে পড়েছিলেন ওই খাদানে। সোমবার মিজোরামে হানখিয়াল জেলার মাউদা গ্রামে একটি বেসরকারি সংস্থার অধীনে শ্রমিকরা মধ্যাহ্নভোজনের পর পাথর খাদানে কাজ করতে নেমেছিলেন। আচমকাই খাদানে ধস নামে। ১২ জন শ্রমিক ওই ধসে আটকে পড়ে। পরবর্তীতে আট জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কার্যত হানখিয়ার জেলাশাসকের নির্দেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য শুরু করে মঙ্গলবার সকালে।
সূত্রের খবর, যে ৮ জনের মৃতদেহ মিলেছে, সেগুলিকে ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে ৮ জন শ্রমিকের মৃতদেহের খোঁজ পাওয়া গেলেও বাকি চারজন শ্রমিকের এখনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজ না পাওয়া পর্যন্ত উদ্ধারকার্য চলবে বলে জানা গিয়েছে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, মোট ১৩ জন শ্রমিক ধসের সময় খনিতে কাজ করছিলেন। একজন কোনক্রমে প্রাণ বাঁচাতে পেরেছেন বাকি ১২ জন সেখানে আটকে পড়েছিলেন। আপাতত বাকি চারজন শ্রমিকের খোঁজ না মেলা পর্যন্ত বাড়ছে উদ্বেগ।
