নিজস্ব প্রতিবেদক: জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন রাজভবন বিজেপি নেতা-বিধায়কদের জন্য ছিল অবারিতদ্বার। কিন্তু কড়া ধাতের লা গনেশন সাংবিধানিক প্রধান হয়ে আসার পরে খুব একটা কল্কে পাচ্ছেন না পদ্ম শিবিরের নেতারা। আর তাতেই কার্যত ক্ষোভে ফুঁসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বঙ্গ বিজেপির আধুলি-সিকি নেতারা। সোমবার তো রাজ্যপালের এমন ভূমিকা নিয়ে ক্ষোভ চেপেই রাখতে পারেননি বিরোধী দলনেতা। অখিল গিরিকে বরখাস্ত করার দাবি জানিয়ে রাজ্যপালের সচিবের কাছে স্মারকলিপি দিয়ে বেরিয়ে এসেই কার্যত রাজ্যের সাংবিধানিক প্রধানকে লক্ষ্য করে কটাক্ষ ছুড়েছেন।
তির্যক ভঙ্গিতে বলেছেন, ‘আজ রাজভবনে এসে আমরা লিখিতভাবে একটা দাবি জানালাম। এটা আবেদন নয়। মুখ্যমন্ত্রী যখন কিছু করেননি, সংবিধানে রাজ্যপালের অধিকার আছে, উনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন। ইম্ফল, চেন্নাই বা দিল্লি যেখানেই থাকুন, মুখ্যমন্ত্রীকে বলুন যেন মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রীকে স্যাক করেন।’ গত শনিবার থেকে দেখা করার জন্য সময় চাইলেও রাজ্যপাল যে সময় দেননি, তা উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, ‘শনিবার রাত থেকে দফায় দফায় রাজভবনে মেল করে রাজ্যপালের সময় চাওয়া হয়েছিল। কিন্তু আমাদের সময় দেওয়া হয়নি। তাই আমরা রাজভবনে এসে রাজ্যপালের দেখা না পেয়ে তাঁর সচিবের কাছে আমাদের দাবিপত্র জমা দিয়ে গেলাম।’ সূত্রের খবর, গত অক্টোবরেও রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন শুভেন্দু। কিন্তু তাঁকে সময় দেননি লা গনেশন।
