৯০ লক্ষের দাবি, ৫৫ লক্ষ নিলেও মেলেনি কাউন্সিলরের টিকিট, ‘আপ’ বিধায়কের শ্যালক-সহ গ্রেফতার ৩

দিল্লি পৌর কর্পোরেশন নির্বাচনের আগে দুর্নীতি দমন শাখা (এসিবি) বড় ধরনের পদক্ষেপ করেছে। টাকা নিয়ে কাউন্সিলরের টিকিট বিক্রির অভিযোগে আম আদমি পার্টির বিধায়কের শ্যালক ও পিএ-সহ ৩ জনকে গ্রেফতার করেছে দিল্লি এসিবি। অন্যদের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
বিষয়টি আম আদমি পার্টির এক মহিলা কর্মীর সঙ্গে সম্পর্কিত। ‘এসিবি’ জানিয়েছে, কাউন্সিলর টিকিট দেওয়ার নামে ওই মহিলার কাছ থেকে ৯০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। গ্রেফতারকৃত অভিযুক্তদের মধ্যে মডেল টাউনের ‘আপ’ বিধায়ক অখিলেশপতি ত্রিপাঠির শ্যালক ওম সিং, পিএ বিশাল পান্ডে এবং অন্য অভিযুক্ত প্রিন্স রঘুবংশী অন্তর্ভুক্ত রয়েছে।
বিষয়টি কমলা নগরের ৬৯ নম্বর ওয়ার্ডের। এখানে ‘আপ’ কর্মী শোভা খারি আম আদমি পার্টি থেকে কাউন্সিলরের টিকিট চেয়েছিলেন। শোভা অভিযোগ করেছেন, বিধায়ক অখিলেশ পতি ত্রিপাঠি টিকিট দেওয়ার বিনিময়ে ৯০ লক্ষ টাকা দাবি করেছিলেন। অভিযোগকারী বলেছেন, তিনি অখিলেশপতি ত্রিপাঠিকে ৩৫ লক্ষ টাকা এবং উজিরপুরের বিধায়ক রাজেশ গুপ্তাকে ২০ লক্ষ টাকা ঘুষ হিসাবে দিয়েছিলেন। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমে অবশেষে মঙ্গলবার রাতে এসিবির ফাঁদে ধরা পড়ে ওম সিং, বিশাল পান্ডে এবং প্রিন্স রঘুবংশী।