বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে এবার আমাজন, বাড়ছে কর্মীদের দুশ্চিন্তা

একের পর এক আন্তর্জাতিক সংস্থা হাঁটছে ছাঁটাইয়ের পথে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে টুইটারের ছাঁটাই পর্ব নিয়ে। টুইটারের (Twitter) পরেই মেটার তরফ থেকেও ছাঁটাই পর্ব সম্পন্ন হয়েছে। সে খবর জানিয়েছিলেন সংস্থার কর্ণধার মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। আর এবার জানা যাচ্ছে আমাজনও বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। জানা গিয়েছে, আমাজন (Amazon) প্রায় দশ হাজার কর্মীকে একসাথে ছাঁটাই করতে চলেছে।
সূত্রের খবর, আমাজনে বেশ কিছুদিন যাবৎ ব্যবসায় মন্দা দেখা দিয়েছে, আর তাই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত। যদিও এ ব্যাপারে আমাজনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। আন্তর্জাতিক সংবাদ সূত্রে জানা গিয়েছে, মূলত তিনটি দপ্তর থেকে আমাজন কর্মী ছাঁটাই করবে। তার মধ্যে রয়েছে বিজনেস রিটেল, হিউম্যান রিসোর্স। এর পাশাপাশি যন্ত্র তৈরি বিভাগের কর্মীদের ছাঁটাই করা হতে পারে। তবে সম্ভাবনা প্রবল অ্যালেক্সা বিভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের। কারণ এই বিভাগের কাজে মোটেই সন্তুষ্ট নয় আমাজন কোম্পানি।