হিমাচলে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ আমেরিকার পর্যটক

ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ এক বিদেশি পর্যটক। ৮ নভেম্বর থেকে তাঁর কোনও খোঁজ মিলছে না বলে খবর। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে আমেরিকা থেকে হিমালয়ে ট্রেকিং করতে আসেন ম্যাক্সমিলিওইন লরেঞ্জো নামে ওই পর্যটক। ট্রেকিং করবেন বলে গত মাসে ধর্মশালায় এসেছিলেন তিনি। শুধুমাত্র ট্রেকিং করা নয়, আধ্যাত্মিক খোঁজেও এসেছিলেন তিনি। ধর্মশালার নাদ্দি গ্রামের কাছে আরা ক্যাম্পে উঠেছিলেন তিনি। সূত্রের খবর, এই ক্যাম্পে একটানা ১৫ দিন ছিলেন তিনি। প্রতিদিন ক্যাম্প থেকে তিনি গুন্না মাতা মন্দিরে হেঁটে যেতেন। ঘন জঙ্গলের ভেতর দিয়ে প্রায় সাড়ে ৪ কিলোমিটার রাস্তা ট্রেক করে যেতেন তিনি। ৮ নভেম্বর তিনি একটি নিরিবিলি জায়গার খোঁজে বেরিয়ে পড়েছিলেন। এরপর থেকে তাঁর কোনও খোঁজ মিলছে না।