‘প্রত্যেক ভারতীয়ই হিন্দু’, এ কেমন দাবি মোহন ভগবতের

ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভগবত(Mohan Bhagwats)। তাঁর দাবি, প্রত্যেকটি ভারতীয়ই হিন্দু। প্রত্যেকের ডিএনএ একই। এই কারণে কোনও ভারতীয়রই ধর্ম পরিবর্তন করার প্রয়োজন নেই। এর আগেও তিনি এই রকম বিস্ফোরক মন্তব্য করেছিলেন। পুনরায় সেই মন্তব্য করে বিতর্কে জড়ালেন আরএসএস প্রধান।
অম্বিকাপুরে আরএসএসের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন মোহন ভগবত। সেই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েই তিনি বলেন, ‘১৯২৫ সাল থেকেই আমরা বলে আসছি ভারতে যাঁরা বসবাস করেন তাঁরা সকলেই হিন্দু। যাঁরা ভারতকে মাতৃভূমি হিসেবে মানে এবং ধর্ম, সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস ও আদর্শগতভাবে বিভিন্নতা সত্ত্বেও এদেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতিতে বিশ্বাস করে, তাঁরা সকলেই হিন্দু। ‘মোহন আরও বলেন, ‘সারা বিশ্বেই হিন্দুত্বই একমাত্র এমন মত, যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে হাজার হাজার বছর ধরে। এটাই সত্য। আর সেটা আপনাদের জোরের সঙ্গে বলতে হবে। এর ভিত্তিতেই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারব। মানুষের মধ্যে একতা বজায় রেখে তাঁদের ব্যক্তিগত ও জাতীয় চরিত্র গঠন করার লড়াই করে যাচ্ছে আরএসএস।‘