দার্জিলিংয়ে গিয়ে মোমো বানানোর পর এবার জঙ্গলমহলে গিয়ে চপ বিক্রি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আধঘণ্টারও কম সময়ে তিনি শতাধিক চপ ভেজে বিক্রি করেছেন বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই চপের দোকানে মুখ্যমন্ত্রীকে এভাবে দেখতে পেয়ে বহু মানুষ ভিড় জমান সেখানে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রায় ১০০০ টাকার চপ বিক্রি হয়েছে।মঙ্গলবার বেলপাহাড়িতে সভা করে ঝাড়গ্রাম ফেরেন মমতা। পথে মাগুড়া গ্রামে রাস্তার পাশে চপের দোকান দেখে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। ওই চপের দোকানটি বুদ্ধদেব মাহাত নামে এক ব্যক্তির। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে দোকানের সামনে দেখে একে একে ভিড় জমান বহু মানুষ। এমন সময় স্বভাবসুলভ ভঙ্গীতেই দোকানির পাশে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চপ বিক্রিতে দোকানিকে সাহায্য করেন তিনি। চপ তৈরি করে প্লেটে প্লেটে তা তুলে রীতিমতো হাঁকডাক করেই খাওয়াতে শুরু করেন উপস্থিত সবাইকে। আর কিছুক্ষণের মধ্যেই একশো চপ বিক্রি হয়ে যায় বুদ্ধদেব মাহাতর দোকানে। এর আগে বহুবার কর্মসংস্থানে দিশা দেখাতে বেকার যুবকদের চপ তৈরি করে বিক্রির পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন হাতে কলমে চপ বিক্রি করে সেই বার্তাই কি নতুন ভাবে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী?
