গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জেরা করতে আসানসোল জেলে ইডির ৩ আধিকারিক

গোরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেরা করবে কেন্দ্রীয় এজেন্সি ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আসানসোল (Asansol) বিশেষ সংশোধনাগারে এসে পৌঁছান ইডির তিন আধিকারিক। তাঁদের সঙ্গে ছিল ল্যাপটপ ও প্রিন্টার মেশিন।
প্রসঙ্গত, গত সপ্তাহেই জেলে গিয়ে গোরু পাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য ইডিকে অনুমতি দিয়েছে আসানসোলে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।
সেই মতো এদিন ইডির তিন আধিকারিক আসানসোল জেলে যান। জেলে অনুব্রত মণ্ডলকে জেরা করার সময় ইডির আধিকারিকরা কী করতে পারবেন ও কী করতে পারবেন না, তা নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক। তাঁরা সঙ্গে করে জেলের মধ্যে কী কী নিয়ে যেতে পারবেন, তারও স্পষ্ট নির্দেশিকা রয়েছে আদালতের তরফে।

ইতিমধ্যে ইডি এই মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করেছে ইডি। সায়গল এখন দিল্লির তিহার জেলে রয়েছে। একইভাবে জেরা করা হয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ও মনীশ কোঠারিকে। ইডির পক্ষ থেকে জানা গিয়েছে, এই তিনজনকে জেরা করে অনেক তথ্য পাওয়া গিয়েছে। সেইসব তথ্য সামনে রেখে অনুব্রত মণ্ডলকে জেরা করে তা মিলিয়ে দেখবেন ইডির আধিকারিকরা। অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের লটারি পাওয়া নিয়েও জেরা করতে পারে ইডি বলে জানা গিয়েছে।