শিলিগুড়িতে সড়কের শিলান্যাসের অনুষ্ঠানে এসে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি

শিলিগুড়িতে সড়কের শিলান্যাসের অনুষ্ঠানে এসে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। বৃহস্পতিবার টানা রোদে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী। দ্রুত তাঁকে মঞ্চের পেছনে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। পরে চিকিৎসকদের পরামর্শে মন্ত্রীকে শিলিগুড়ির কাছে বরসানায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টের আবাসনে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে ফোন করে গড়করির স্বাস্থ্যের বিস্তারিত খোঁজ নিয়েছেন। যদিও রাজু বিস্তার দাবি, গড়করি অসুস্থ হননি। তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, তাই খাওয়ার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেটাই চিকিৎসকদের তত্ত্বাবধানে করা হয়েছে। এদিন শিলিগুড়ির দাগাপুরে মাটিগাড়ার বালাসন থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত ১২ কিমি সড়কের শিলান্যাসের কর্মসূচিতে যোগ দেন গড়করি।
সেখানেই ভাষণ চলাকালীন কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন তিনি। দ্রুত মন্ত্রীর অসুস্থতার বিষয়টি চিকিৎসকদের নজরে আনা হয়। মঞ্চের পেছনে মন্ত্রীকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসাও শুরু করে দেওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যেই অনেকটা স্থিতিশীল হয় তাঁর অবস্থা। তবে গড়করির অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজু বিস্টকে ফোন করে সবিস্তার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীরও। অখিলেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। তিনি সবরকম ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। চিকিৎসকদের বিশেষ দল মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করছেন। মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক প্রেম দোরজি ভুটিয়া জানান, উনি আপাতত স্থিতিশীল রয়েছেন, চড়া রোদে টানা উপস্থিত থাকায় কিছুটা সমস্যা হয়েছিল।