ডিসেম্বরে কি রাজ্যে দাঙ্গা বাঁধানোর ছক কষেছে বিজেপি? চন্দ্রিমার মন্তব্যে জল্পনা

বিজেপি কি ডিসেম্বরে রাজ্যে দাঙ্গা বাঁধানোর বা অস্থিরতা তৈরির ছক কষেছে? এমন আশঙ্কার কথাই বৃহস্পতিবার প্রকাশ পেল রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর কথায়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল মহিলা কংগ্রেস ’চলো গ্রামে যাই’ কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখে এদিন পূর্ব বর্ধমান জেলার সমস্ত মহিলা জনপ্রতিনিধি ও নেত্রীদের নিয়ে জামালপুরের জৌগ্রামে একটি সভা করেন চন্দ্রিমা। সেই সভায় এদিন ওই মন্তব্য করেন তিনি।

রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপির শীর্ষ নেতারা বেশ কিছুদিন ধরে ’ডিসেম্বর জুজুর’ ভয় দেখিয়ে যাচ্ছেন। সে কারণে কিছু একটা আঁচ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকতে এবং নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এর কারণ প্রসঙ্গে এদিন চন্দ্রিমা সাংবাদিকদের বলেন, “বিজেপির দাঙ্গা করার ইতিহাস আছে, আর দাঙ্গা তৈরি করার প্রবণতাও আছে। তাই প্রশাসন সহ সকলকে সতর্ক থাকার কথা মুখ্যমন্ত্রী বলেছেন।“ পাশাপাশি তিনি এও বলেন, “ডিসেম্বরে কী কাঁপবে, কী কাঁপবে না, তা জানি না। তবে ডিসেম্বরে শীত পড়ে। শীত আসলে ভালো হয়, মানুষ ভালো থাকে, ভালো কিছু হবে।“ মহিলাদের জন্য তৃণমূল সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছে ও কর্মসূচি নিয়েছে সেইসব বিষয় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোরও নির্দেশ দেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের সভায় চন্দ্রিমা ছাড়াও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জামালপুরের বিধায়ক অলোক মাঝি উপস্থিত ছিলেন।