নাগাল্যান্ডে জেল ভেঙে পালাল খুনের আসামী সহ ৯ বন্দি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের মন জেলায়। ওই জেল লাগোয়া এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করেছে প্রশাসন। পলাতক বন্দিদের পাকড়াও করতে রাতভর তল্লাশি অভিযান চালায় পুলিশ। এখনও পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে জেল থেকে পালায় ৯ জন বন্দি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বন্দিরা কোনওভাবে সেলের চাবি হাতিয়েছিল। এর জেরেই জেল থেকে পালাতে সক্ষম হয় তারা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই জেলের দায়িত্বপ্রাপ্ত কর্তারা। এক পুলিশকর্তা জানিয়েছেন, পলাতক বন্দিদের নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।
