ডুয়ার্সের চা বাগান থেকে ফুটবলার তুলে আনতে চান বাইচুং ভুটিয়া

‘ডুয়ার্সের চা বাগানে অনেক ক্রীড়া প্রতিভা রয়েছে। তাদের তুলে ধরতে চা বাগান কর্তৃপক্ষগুলিকে এগিয়ে আসতে হবে। উঠতি বয়সের ছেলে মেয়েদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। বিদ্যালয়গুলিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোয় গুরুত্ব দিতে হবে। ফুটবল খেলার আয়োজন করতে হবে।’ রবিবার আলিপুরদুয়ার(Alipurduar) জেলার বীরপাড়া থানার এথেলবাড়িতে দিল্লি পাবলিক স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত বাইচুং ভুটিয়া। ছিলেন ইস্ট ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের সভাপতি নওয়াং চোনদেন ভুটিয়াও। এদিন ওই বিদ্যালয়ে ২৫ মিটার দীর্ঘ ৬ লেনের একটি সুইমিং পুল ও একটি বাস্কেটবল কোর্টের উদ্বোধন করেন বাইচুং। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে বিদ্যালয়ে খেলাধুলোর পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। এদিন বেলুন, পায়রা উড়িয়ে এবং ফুটবলে কিক করে পড়ুয়াদের মধ্যে একটি ফুটবল ম্যাচের সূচনা করেন তিনি। প্রিন্সিপাল ধ্রুবজ্যোতি অধিকারী ও প্রো-ভাইস চেয়ারম্যান কীর্তন ছেত্রী জানান, বিদ্যালয়ের পরিকাঠামোকে আধুনিক ও বিজ্ঞানসম্মত করার মধ্য দিয়ে পড়ুয়াদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই তাঁদের লক্ষ্য।