বিধিনিষেধের বিশ্বকাপ কাতার ২০২২, কারও ছাড় নেই

মধ্য প্রাচ্যের মরুদেশে এই প্রথম আসর বসছে বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2022)। অন্যান্যবার বিশ্বকাপে দর্শকদের জন্য সেভাবে বিধিনিষেধ না থাকলেও এবারের বিশ্বকাপে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে কাতার সরকার। যেমন নিষিদ্ধ হয়েছে মদ বিক্রি, তেমনি নিষিদ্ধ হয়েছে মহিলাদের খোলামেলা পোশাক পরিধান। নির্দেশ অমান্য করলেও জেলে যেতে হতে পারে বিদেশী দর্শকদের। বিধিনিষেদের তালিকায় আরও বেশ কিছু নির্দেশিকা কার্যকর করেছে কাতার। এই নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে বিতর্কের ঝড়। কি সেই বিধিনিষেধ? বিধিনিষেধগুলির তালিকার মধ্যে প্রথমত, দেশের জনপ্রিয় স্থানগুলির ফটোগ্রাফি এবং ভিডিয়োগ্রাফির জন্য সংবাদমাধ্যমগুলিকে অনুমতি নিতে হবে কাতার সরকারের। অনুমতি ছাড়া ছবি তোলা দণ্ডনীয় অপরাধ। মিডিয়া কভারেজের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মধ্য-প্রাচ্যের দেশটিতে বিশ্বকাপ চলাকালীন স্থানীয়দের বাড়িতে সাক্ষাৎকার নেওয়া চলবে না। পরিযায়ী শ্রমিকদের থাকার জায়গাগুলিতে সংবাদমাধ্যমের প্রবেশ একেবারে নিষিদ্ধ। বিধিনিষেধের তালিকা এখানেই শেষ নয়। সরকারি ভবন, বিশ্ববিদ্যালয়, উপাসনালয় এবং হাসপাতালের কাছাকাছি বা ভিতরে ফুটেজ নেওয়া যাবে না। কোনও বাড়ির মালিকের সম্মতি থাকলেও ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির ভিডিয়ো রেকর্ডিং করা যাবে না। দোহার শুধুমাত্র তিনটি স্থান এই বিধিনিষেধের আওতায় থাকবে না। সেগুলি হল-কর্নিচে ওয়াটারফ্রন্ট প্রমনেড, দ্য ওয়েস্ট বে এলাকা এবং টাওয়ার এলাকা।