শুভেন্দুর মন্তব্যে ফের শোরগোল, কী বলছে তৃণমূল?

রাজ্যে বিরোধী দলনেতার মন্তব্যে আবারও রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল। প্রসঙ্গত, সারদা মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে। কিন্তু এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সারদা মামলার তদন্ত শুরু করবে ইডি। আর তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে চর্চা। সম্প্রতি গরু পাচার মামলা নিয়ে গত শুক্রবার শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রশাসনের অন্যতম নিয়ন্ত্রক কোনো প্রভাবশালী গরু পাচার অপরাধের সঙ্গে যুক্ত। তাই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছিল। তার রেশ মিটতে না মিটতেই শনিবার নন্দীগ্রামে রামনগরের কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari) দাবি করেন, “অপা সিন্ডিকেট ধরা পড়েছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে। কেষ্ট তিহাড় জেলের পথে। সবে তো সকাল হয়েছে। আজ আবার টিভিতে বলছে ইডি নাকি আরও সক্রিয় হচ্ছে। ছবি বিক্রিটাও তারা সামনে আনবে।” আর এখান থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কার্যত ছবি বিক্রি বলতে শুভেন্দু অধিকারী কার দিকে ইঙ্গিত করছেন, তা নিয়েই শুরু হয়েছে চর্চা। অন্যদিকে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্যের শাসক দল। তাঁদের তরফ থেকে বলা হচ্ছে, ইডি তদন্ত শুরু করবে সে কথা আগেভাগে কি করে জানলেন শুভেন্দু? রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, “শুভেন্দু যে মামলার কথা বলছেন, সেটা ২০১৩ সালের।৯ বছর পরে সেই মামলার গতিপ্রকৃতি কী হবে, তা যদি বিজেপির কোনও নেতা বলে দেন, তা হলে তো কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন জাগবেই। তাই আমরা বরাবর কেন্দ্রীয় এজেন্সির তদন্তে নিরপেক্ষতা দাবি করছি। তাছাড়া মামলা নিয়ে ইডি’র তরফে কিছু বলা হয়নি। শুভেন্দু ইডি’র জনসংযোগ আধিকারিক নিযুক্ত হয়েছেন কি না, তাও সরকারিভাবে জানানো হোক।” শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। শুভেন্দু অধিকারীর দাবি কার্যত সত্যি হয় কিনা, এখন সেদিকেই নজর থাকছে রাজনৈতিক মহলের।