৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন

শনিবার লোকসভা সচিবালয় সূত্রে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। গুজরাট ও হিমাচলের ভোটের কথা মাথায় রেখেই এবার নির্ধারিত সময়ের বেশ কিছুদিন পরেই শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকারি ফরমান জারি না হলেও, মনে করা হচ্ছে আসন্ন এই বিলম্বিত অধিবেশনে বহুচর্চিত জন্মসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আরও দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল-তথ্য প্রযুক্তি বা আইটি (সংশোধনী) বিল এবং শতাব্দী প্রাচীন নানাবিধ ঔপনিবেশিক আইনের বিলোপের স্বার্থে আইপিসি/ সিআরপিসি (সংশোধনী) বিলও আসন্ন সংসদের উভয়কক্ষে প্রতিস্থাপিত করতে মনস্থ হয়েছে মোদি সরকার। তবে সরকারের মূল লক্ষ্য এই মুহূর্তে গুজরাট ও হিমাচলের নির্বাচনকে পাখির চোখ করে সংশ্লিষ্ট জন্মসংখ্যা নিয়ন্ত্রণ বিল পাস করানো। এই নিয়ে কেন্দ্রীয় স্তরে শুরু হয়েছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি, দাবি বিশ্বস্ত সূত্রের।

এক্ষেত্রে উল্লেখ্য, বিজেপি (BJP) দীর্ঘদিন ধরেই সারা দেশে জন্মনিয়ন্ত্রণ আইন প্রবর্তনের পক্ষপাতী। গত বছর অসম ও উত্তরপ্রদেশ সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি ঘোষণা করার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, তবে কি মোদি সরকারও জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি আনার কথা ভাবছে? বিশেষ করে মোদি (Narendra Modi) নিজেই যখন ২০১৯-এ লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিশেষ প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। সরাসরি সংসদে বিল পেশ না করলেও, ঘুরপথে তার প্রস্তুতিও নেওয়া শুরু করেছে বিজেপি।