নয়াদিল্লি ২১ নভেম্বর:২০২৪-এর রামনবমীতে রামলালার মূর্তির মাথায় সূর্যকিরণ এসে পড়বে ৷ এমনটাই দাবি, সিএসআইআর ও সিবিআরআই বিজ্ঞানীদের৷ এই নিয়ে এক টুইটে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ৷
রাম মন্দির নির্মাণে সরকারি বিজ্ঞানীদের ভূমিকা কেন থাকবে? কার্যত এই প্রশ্নই তুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। তার দাবি, আমাদের করের টাকা এই কাজে ব্যবহার করা হচ্ছে ।এই ঘটনাকে তিনি লজ্জাজনক বলেও ব্যাখ্যা করেছেন। তার কথায়, প্রতিদিন দেশের সরকারি বিজ্ঞানীদের মান নিচে নেমে যাচ্ছে।
কিন্তু কৃষ্ণনগরের সাংসদ কেন এই প্রশ্ন তুললেন? কেন্দ্রীয় সরকারী সংস্থা কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর এর দিকে তিনি এই প্রশ্ন তুলেছেন। কি ছিল সেই টুইটে? সিএসআইআর এর টুইটার হেন্ডেলের যে স্ক্রিনশট মহুয়া টুইট করেছেন সেখানে লেখা রয়েছে সিএসআইআর ও সিবিআরআই এর বিজ্ঞানীরা দেখিয়েছেন যে ২০২৪ সালের রামনবমীর দিন কিভাবে রামলালার মূর্তির মাথায় সূর্যের কিরণ এসে পড়বে।
মহুয়ার দাবি, তাকে একজন বিজ্ঞানী এই স্ক্রিনশটটি পাঠিয়ে লিখেছেন, ‘ভারতীয় বৈজ্ঞানিক সমাজের প্রতিনিধি হিসেবে তিনি লজ্জিত। ওই মহিলা বিজ্ঞানীর লেখার অংশটি মহুয়া আবার বাংলায় তরজমা করে লিখেছেন, ‘বৈজ্ঞানিক হিসেবে নিজের পরিচয় দিতে লজ্জা করে।’
এরপর টুইতে মহুয়া লিখেছেন, সিএসআইআর বিশ্বের অন্যতম বড় গবেষণা সংস্থা যাদের সরকারি অর্থ সাহায্য দেওয়া হয়। তারপরই ওই টুইটে মহুয়ার সংযোজন, আমাদের করের টাকা এই কাজে ব্যবহার করা হচ্ছে। লজ্জাজনক। প্রতিদিন মান নিচে নামছে।”
